২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেটের যত ব্যস্ততা

২০২৪ সাল ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অনেকগুলো টেস্টের বছর। নারী-পুরুষ মিলিয়েই দেশের ক্রিকেটে ছিলো অনেক ব্যস্ততা। ঠাসা সূচি আছে ২০২৫ সালেও। তবে নতুন বছরে ওয়ানডে সংস্করণে আছে বেশি খেলা, আছে বড় আসর। এই বছর আবার টেস্টের  সংখ্যা কম বাংলাদেশের।

দেখে নেওয়া যাক ভবিষ্যৎ সফরসূচির মধ্যে থাকা ২০২৫ সালে বাংলাদেশের ক্রিকেট।

পুরুষ ক্রিকেট

ফেব্রুয়ারি- মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি
মার্চে জিম্বাবুয়ে সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
মে মাসে পাকিস্তান সফরে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
জুনে শ্রীলঙ্কা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিনটা টি-টোয়েন্টি আছে।
অগাস্টে বাংলাদেশ সফরে এসে ভারত খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ (ভেন্যু চূড়ান্ত নয়)
ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসবে বাংলাদেশে, আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
নভেম্বরে আয়ারল্যান্ড তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে বাংলাদেশে।

নারী ক্রিকেট

জানুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ
অগাস্ট-সেপ্টেম্বরে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ (কোয়ালিফাই করলে সেখানে খেলবে বাংলাদেশ)
ডিসেম্বরে ভারত সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা।
নির্ধারিত এই সূচির দ্বি-পাক্ষিক আলোচনার ভিত্তিতে আরও এক বা একাধিক সিরিজ আয়োজিত হতে পারে।

                                 

ক্রীড়া বার্তা আরো

আইসিসি নীরব দর্শক, ভারত - পাকিস্তান দুই দলই নিজেদের অবস্থানে অনড়

ধারাবাহিক নাটক চলছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে। ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব বেশ পুরোনো। যার কারণে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হলে সেখানে খেলতে যাবে না ভারত। সেটা আগেই আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

যার কারণে এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের পক্ষে মত দিয়েছে বিসিসিআই। তাতে মত আছে আইসিসির। তবে এককভাবে টুর্নামেন্ট আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেটা না হলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবে না পাকিস্তান। সে সঙ্গে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত হওয়া সব টুর্নামেন্ট বয়কট করা হবে বলে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

যার কারণে টুর্নামেন্টটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সেই ধোঁয়াশা কাটাতে শুক্রবার দুবাইয়ে আইসিসির হেড অফিসে বিসিসিআই এবং পিসিবির কর্তাদের নিয়ে বৈঠকে বসেছে আইসিসির শীর্ষ কর্তারা। তবে তাতেও হয়নি কোনো সুরাহা। দুই পক্ষই নিজের সিদ্ধান্তের ওপর অনড় অবস্থানে রয়েছে। যার কারণে মাত্র ১৫ মিনিটে শেষ হয় সভা।

অন্যদিকে ২০২৫-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিনি ওয়ার্ল্ডকাপ’ এই টুর্নামেন্টটি। পাকিস্তান ও ভারতের সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দুই বোর্ডই নিজেদের সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। এই নিয়ে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন যে, তারা বোর্ড পিসিবির সঙ্গে আলোচনা করছে এবং আইসিসিও বিষয়টির সমাধানের চেস্টা করছে।

তবে তিনি জানান, ভারতের সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই তারা মেনে নেবে। তবে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'দলের নিরাপত্তার উদ্বেগ রয়েছে। যার কারণে ভারতের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা কম।' তবে পাকিস্তানি গণ্যমাধ্যমগুলোর সূত্রমতে, আজ আবারও বসতে যাচ্ছে আইসিসির সভা। সেখানে নির্ধারণ করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ।

Sunday, December 1, 2024

সিরিজ হাতছাড়া বাংলাদেশের

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে হেরে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমবার বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশায় মাঠে নামে টাইগাররা। তবে রহমানউল্লাহ গুরবাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৪৫ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় আফগানিস্তান, ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে তারা।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের অনুপস্থিতিতে নতুন মুখ নাহিদ রানা বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন। তিনি তার ১৫১ কিমি/ঘণ্টা গতির বোলিংয়ে গুরবাজকে কিছুটা চাপে রাখলেও শেষ পর্যন্ত আফগান ওপেনাররা সেই চাপ কাটিয়ে ওঠে। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের বলে পাল্টা আক্রমণে যান গুরবাজ ও হজরতউল্লাহ ওমরজাই। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা বিপদে ছিল আফগানিস্তান, তবে গুরবাজ ও ওমরজাইয়ের ১০০ রানের জুটি বাংলাদেশকে চাপের মধ্যে ফেলে দেয়।

মিরাজ যখন গুরবাজের জুটি ভাঙেন, তখনও অনেকটা পিছিয়ে টাইগাররা। ১২০ বলে ৫ চার ও ৭ ছক্কায় ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সহজ করে দেন গুরবাজ। ওমরজাই ৭০ এবং মোহাম্মদ নবি ৩৪ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও নাহিদ দুটি করে উইকেট নেন, আর নাসুম আহমেদ ১০ ওভারে মাত্র ২৪ রান দেন।

বাংলাদেশের ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৯৮ রান করেন, এবং মিরাজের ব্যাট থেকে আসে ৬১ রান। তবে বাংলাদেশের ফিল্ডিংয়ে কিছু ভুল ম্যাচের ভাগ্যে প্রভাব ফেলে। গুরবাজ দু’বার জীবন পান—প্রথমে মুস্তাফিজের বলে ক্যাচ ছাড়েন রিশাদ, পরে মিরাজের বলে স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন জাকের আলী। গুরবাজের এই গুরুত্বপূর্ণ ইনিংসের কারণে আফগানিস্তান জয় পায় এবং বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

2024-11-12

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত

টাইগারদের বিপক্ষে চেন্নাই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন ঋষভ পন্ত। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দয়াল।

চেন্নাইয়ের চিপকে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দুই টেস্ট সিরিজের পরের ম্যাচ ২৭ সেপ্টেম্বর কানপুরে।

প্রথম টেস্টের ভারত দল:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরা, যশ দয়াল।

উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে  মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। ঢাকা থেকে দেশে ফেরার কয়েক দিন পর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন এই বাঁহাতি, সংশয় ছিল ক্রিকেটে ফেরা নিয়েও। চলতি বছর আইপিএল দিয়ে মাঠে ফেরা এই বাঁহাতি এরই মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। টেস্ট দলে ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।

2024-09-09

ইউএস ওপেন জিতে সাবালেঙ্কার স্বপ্নপূরণ

ইউএস ওপেন জিতে স্বপ্ন ছোঁয়া সাবালেঙ্কার অ্যাকাউন্টে গেছে বড় অঙ্কের প্রাইজমানি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি।

জয় নিশ্চিত হতেই কোর্টে শুয়ে পড়লেন। শুয়ে দু হাতে মুখ ঢাকলেন। এভাবে গেল কয়েক মুহূর্ত। উঠে দাঁড়াতেই চোখ বেয়ে পড়তে থাকলো জল। এ যে আনন্দাশ্রু, সেটা না বলেও দিলেও হচ্ছে। আরিনা সাবালেঙ্কা কতো করে ইউএস ওপেন জিততে চেয়েছেন, সেটা বলে দিলেন ধারাভাষ্যকারও, 'কতো তীব্রভাবে যে গত কয়েক বছর ধরে এটা চাইছিলেন তিনি, অবশেষে ইউএস ওপেন জিতলেন আরিনা সাবালেঙ্কা।'

আরাধ্যের শিরোপা জিতেছেন বেলারুশের এই টেনিসকন্যা, ইউএস ওপেন পেয়েছে নতুন রানী। গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা থাকলেও এই আসরে পেরে উঠছিলেন না সাবালেঙ্কা। অবশেষে স্বপ্নপূরণ হলো তার, প্রথমবারের মতো জিতলেন ইউএস ওপেনের শ্রেষ্ঠত্বের মুকুট। নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৭-৫, ৭-৫ গেমে হারান সাবালেঙ্কা।

২৬ বছর বয়সী সাবালেঙ্কা ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। তার আগের দুটি শিরোপাই অস্ট্রেলিয়ান ওপেনে। গত বছর এবং এবার টানা দুবার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন তিনি। ইউএস ওপেন জিতে স্বপ্ন ছোঁয়া সাবালেঙ্কার অ্যাকাউন্টে গেছে বড় অঙ্কের প্রাইজমানি। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পেয়েছেন ৩৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি টাকারও বেশি।

ইউএস ওপেনে দুইবার সেমি-ফাইনাল থেকে বিদায় নেন সাবালেঙ্কা। গত আসরের ফাইনালে হারেন কোকো গফের বিপক্ষে। এবার শিরোপা ছুঁয়ে উচ্ছ্বসিত তিনি, মনে করেছেন হারের দিনগুলোর কথাও, 'এখানে অতীতের সেই কষ্টকর পরাজয়গুলো আমার মনে আছে। বিষয়গুলো মোটেও সহজ নয়। স্বপ্ন দেখা কখনও থামিয়ে দিইনি।'

'সেগুলো অর্জনের জন্য কেবল কঠোর পরিশ্রম করে গেছি। এই মুহূর্তে কিছু বলার ভাষা আমার নেই। বেশ কয়েকবার ইউএস ওপেনের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম। এটা সব সময়ই আমার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত সুন্দর এই ট্রফিটি হাতে তুলতে পেরেছি। আমি নিজেকে নিয়ে দারুণ গর্বিত। একইসঙ্গে পুরো দলকে নিয়ে গর্বিত।' যোগ করেন তিনি।

2024-09-08

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন সাদা বলের সিরিজে বিবেচিত হননি, এতেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন মঈন আলি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন সাদা বলের সিরিজে বিবেচিত হননি, এতেই নিজের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন মঈন আলি। সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়েসী অলরাউন্ডার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানায় ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটাই তাই হয়ে থাকল মঈনের ইংল্যান্ডের জার্সিতে শেষ ম্যাচ। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাতকারে অবসরের ঘোষণা দেন অফ স্পিনিং অলরাউন্ডার, 'আমার এখন ৩৭ বছর বয়স। এই মাসে অস্ট্রেলিয়া সিরিজে জায়গা পাইনি। আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলছি। এখন সময় হচ্ছে পরের প্রজন্মের। আমাকে এটা ব্যাখ্যাও করা হয়েছে। আমি মনে করছি এটাই ঠিক। আমার পাঠ এখানেই থামছে।'

২০১৪ সালে ইংল্যান্ডের হয়ে সাদা বলে অভিষেক মঈনের। ১৩৮টি ওয়ানডে ও ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি খেলেছেন ইংল্যান্ডের হয়ে। ওই বছরই শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে তার টেস্ট অভিষেক। এরপর সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ৬৮ টেস্ট খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে করেছেন ৬ হাজার ৬৭৮ রান। সব মিলিয়ে ৮ সেঞ্চুরি আর ২৮ ফিফটি আছে তার। সব সংস্করণ মিলিয়ে অফ স্পিনে নিয়েছেন ৩৬৬ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন এই ক্রিকেটার। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারও গড়তে আগ্রহী তিনি বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি।

'আমি ফ্র্যাঞ্চাইজি খেলব, কারণ এখনো ক্রিকেটটা খেলতে ভালোবাসি। কিন্তু এরপর কোচিং করাতে চাইব। সেরা একজন হতে চাইব এই ভূমিকায়। আমি বাজের (ব্র্যান্ডন ম্যাককুলাম) কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করি আমাকে মানুষ ভালো-মন্দ মিলিয়ে মনে রাখবে।'

2024-09-08

বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি, যা বলছে বিসিবি

পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন মিশন ভারত। দেশটির বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।

দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে...মন্দির ধ্বংস করা হচ্ছে। এর পরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত। কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।

এই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।
সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।

হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

এ বিষয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না, এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

2024-09-07

কনুইয়ে চোট, লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন মার্ক উড

কনুইয়ে চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংলিশ পেসার মার্ক উড। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে উরুতে চোট পাওয়ায় উডকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়া হয়। এবার জানা গেল কনুইয়ে বড় সমস্যায় ভুগছেন মার্ক উড।

রুটিন চেকআপ করতে গিয়ে কনুইয়ের হাড়ে চোট ধরা পড়েছে তার।

এই বছর পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড। তাতে থাকতে পারবেন না উড। এছাড়া  অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  ৩টি ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টিতে থাকবেন না তিনি।

এই চোট নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারে দ্রুততম বোলিং করছেন উড। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৯৭.১ মাইল গতিতে বল করেন তিনি। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের জার্সিতে ফেরার আশা দ্রুতগতির এ পেসারের।

2024-09-07

পোপের সেঞ্চুরির পর শ্রীলঙ্কার প্রতিরোধ, ম্যাচের দ্বিতীয় দিনে উত্তেজনা তুঙ্গে

ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে ওভালে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটি হাস্যকর ঘটনা ঘটে। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসকে হঠাৎ স্পিনার হয়ে বল করতে দেখা যায়। শ্রীলঙ্কার ইনিংসের সপ্তম ওভারের সময় এমন পরিস্থিতি তৈরি হয়। দুই আম্পায়ার জোয়েল উইলসন ও ক্রিস গ্যাফানি আলো কম থাকার কারণে পেস বোলিং বন্ধ করতে বলেন। কিন্তু ওকসের ওভার তখনও শেষ হয়নি। বাধ্য হয়ে পেসার থেকে স্পিনার বনে যান ওকস।

প্রথম বলটি ভেতরে ঢুকে মিড উইকেটে এক রান দেয়। কিন্তু পরের বল ছিল এতটাই বাইরে যে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে এটি ওয়াইড হতো। স্লিপে দাঁড়িয়ে থাকা জো রুটের মুখে তখন হাসি ধরে রাখতে কষ্ট হচ্ছিল। ওকস তার ওভারের বাকি চার বল অফ স্পিন, লেগ স্পিন—সব ধরনের বৈচিত্র্য দিয়ে শেষ করেন। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা তার স্পিন থেকে মোট ছয় রান সংগ্রহ করে। ওভারের শেষে আকাশ পরিষ্কার হলে আম্পায়াররা পেস বোলিংয়ের অনুমতি দেন এবং গাস অ্যাটকিনসনকে বল করতে পাঠানো হয়।

দিনের শুরুতে ইংল্যান্ড ৩ উইকেটে ২২১ রান নিয়ে খেলা শুরু করে। আগের দিন সেঞ্চুরি করা অলিভার পোপ আরও ৫১ রান যোগ করেন এবং ১৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৪ রানে আউট হন। হ্যারি ব্রুক করেন ১৯ রান। শ্রীলঙ্কার পক্ষে মিলন রত্নায়েকে ৩ উইকেট নেন ৫৬ রানে।

শ্রীলঙ্কা দিনের বাকি সময়ে ৪৫ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২১১ রান তুলে নেয়। ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটি শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায়। ধনাঞ্জয়া অপরাজিত ছিলেন ৬৪ রানে, আর কামিন্দু করেন ৫৪ রান।

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা এখন নিজেদের ইনিংস পুনর্গঠনের চেষ্টা করছে, যখন ইংল্যান্ড তাদের লিড ধরে রাখার চেষ্টায় রয়েছে।

2024-09-08

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশড করেই ছাড়লো অস্ট্রেলিয়া

প্রথমে বল হাতে ক্যারিয়ারে প্রথমবার নিলেন ৩ উইকেট। পরে ব্যাটিংয়ে খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। ক্যামেরন গ্রিনের অলরাউন্ড নৈপুণ্যের কোনো জবাব দিতে পারল না স্কটল্যান্ড। টানা তিন ম্যাচ জিতে তাদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।

এডিনবরায় শনিবার (০৭ সেপ্টেম্বর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ১৫০ রানের লক্ষ্য ২৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে মিচেল মার্শের নেতৃত্বাধীন দল।

স্বাগতিকদের অল্পে আটকে রাখার কারিগর গ্রিন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৫ রানে ৩ উইকেট নেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার। পরে ২ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৬২ রানের অপরাজিত ইনিংসে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। গ্রিনের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

রান তাড়ায় দ্বিতীয় ওভারে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দ্বিতীয়বার রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফেরেন তরুণ ওপেনার। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ট্রাভিস হেড।

চতুর্থ ওভারে ১২ রান করে ফেরেন হেড। এর আগে ৩৫ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান পূর্ণ হয় বাঁহাতি ওপেনারের। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে কম ইনিংসে ১ হাজার রান করা ব্যাটসম্যান শুধু অ্যারন ফিঞ্চ (২৯ ইনিংস)।

তৃতীয় উইকেট জুটিতে পাল্টা আক্রমণ করেন মার্শ ও গ্রিন। দুজন মিলে গড়ে তোলেন ৩৬ বলে ৬১ রানের জুটি। ষষ্ঠ ওভারে দুজনই মারেন একটি করে ছক্কা। নবম ওভারে মার্ক ওয়াটের বল বাউন্ডারির পর ছক্কায় ওড়ান গ্রিন।

দশম ওভারে জেইক জার্ভিসের বলে পুল করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন ২৩ বলে ৩১ রান করা মার্শ। এরপর টিম ডেভিডের সঙ্গে আরেকটি পঞ্চাশ-ছোঁয়া জুটি গড়েন গ্রিন। জয়ের খুব কাছে গিয়ে আউট হন ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ২৫ রান করা ডেভিড। পরে অ্যারন হার্ডিকে নিয়ে বাকি কাজ সারেন গ্রিন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে অলি হেয়ার্সের উইকেট হারায় স্কটল্যান্ড। দ্বিতীয় উইকেট জুটিতে পাল্টা আক্রমণের চেষ্টা করেন জর্জ মানজি ও ব্রেন্ডন ম্যাকমুলেন। দুজন মিলে ২০ বলে যোগ করেন ৩৪ রান।

পাওয়ার প্লের শেষ ওভারে ফেরেন ১ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৫ রান করা মানজি। এরপর রানের চাকা সচল রাখেন ম্যাকমুলেন। তবে অন্যপ্রান্ত থেকে তেমন সহায়তা পাননি তিনি। অল্পতেই ফেরেন রিচি বেরিংটন, ম্যাথু ক্রসরা।

একপ্রান্ত আগলে রেখে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেন ম্যাকমুলেন। ১৭তম ওভারে আউট হন তিনি ৩টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৫৬ রান করে। এছাড়া আর কেউই ২০ রানও করতে পারেননি। গ্রিনের ৩ উইকেট ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন অ্যারন হার্ডি ও শন অ্যাবট।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৪৯/৯ (মানজি ২৫, হেয়ারস ১২, ম্যাকমুলেন ৫৬, বেরিংটন ৮, ক্রস ৭, লিস্ক ১৩, ওয়াট ১৮, জার্ভিস ৩, সোল ২, শারিফ ১*, কারি ১*; হার্ডি ৩-০-১৮-২, অ্যাবট ৪-০-২৮-২, কনোলি ৩-০-২৫-০, স্টয়নিস ২-০-১৪-১, গ্রিন ৪-০-৩৫-৩, জ্যাম্পা ৪-০-২৮-১)

অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ১৫৩/৪ (হেড ১২, ম্যাকগার্ক ০, মার্শ ৩১, গ্রিন ৬২*, ডেভিড ২৫, হার্ডি ১১*; ম্যাকমুলেন ৩-০-২৩-০, কারি ৩-০-২০-২, সোল ৩.১-০-২৮-১, শারিফ ২-০-২০-০, ওয়াট ৩-০-৩৮-০, জার্ভিস ২-০-২২-১)

ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী অস্ট্রেলিয়া

ম্যান অব দা ম্যাচ: ক্যামেরন গ্রিন

2024-09-08

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন এলিস

চোট থাকা সত্ত্বেও ন্যাথান এলিসকে যুক্তরাজ্য সফরের দলে রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এখনও সেরে উঠতে পারেননি এই পেসার। তাই স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের থেকে ছিটকে গেছেন তিনি।

লন্ডন স্পিরিটের হয়ে গত ১১ অগাস্ট সবশেষ খেলেন এলিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বিশ্রাম ও জশ হেইজেলউডের চোটে স্কটল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া পেস আক্রমণ নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল এলিসের। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারার ইংল্যান্ড সফরও শেষ হয়ে গেল তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, শিগগিরই দেশে ফিরে যাবেন এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে ২৮ এবং ৮ ওয়ানডেতে ১০ উইকেট নেওয়া এলিস। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি, খেলেছিলেন তিনটি ম্যাচ।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংলিশদের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

2024-09-08

‘সাপগুলো ফিরে এসেছে’—গ্রিলিশ-রাইসের জন্য কেন এমন ব্যানার

‘সাপগুলো ফিরে এসেছে’ ডাবলিনের আভিভা স্টেডিয়ামে শনিবার রাতের ম্যাচে গ্যালারিতে দেখা গেল এমন কথা লেখা বেশ কিছু ব্যানার। উয়েফা নেশনস লিগের ‘বি’ গ্রুপে সেই রাতে স্বাগতিক আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ‘সাপগুলো’ বলতে কি তবে ইংল্যান্ড দলকে বুঝিয়েছেন আইরিশ সমর্থকেরা?

না, ইংল্যান্ডের সবাই নন, নির্দিষ্ট দুজন খেলোয়াড়ের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল এমন ব্যানার। সেই দুই ‘সাপ’—জ্যাক গ্রিলিশ ও ডেকলান রাইস। কেন আইরিশ ফুটবল সমর্থকেরা এই দুই ইংলিশ খেলোয়াড়কে ‘সাপ’ মনে করেন, সেটার ব্যাখ্যা একটু দেওয়া যাক।

ম্যানচেস্টার সিটির উইঙ্গার গ্রিলিশের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে হলেও তাঁর দাদা ও নানা দুজনই আইরিশ। গ্রিলিশের ছেলেবেলার অনেকটা সময় কেটেছে আয়ারল্যান্ডে, ফুটবলের প্রথম পাঠও সেখানে। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭, ১৮ ও ২১ দলের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। আসলে তাঁর আয়ারল্যান্ড জাতীয় দলের হয়েই খেলার কথা ছিল। তবে ২০১৫ সালে তিনি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন এবং আন্তর্জাতিক ফুটবলে নিজের জন্মভূমি ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এটা আইরিশ ফুটবলপ্রেমীরা মেনে নিতে পারেননি। গ্রিলিশ তাঁদের চোখে হয়ে যান বিশ্বাসঘাতক, সেখান থেকেই তাঁকে ‘সাপ’ ডাকা শুরু।

ডেকলান রাইসের গল্পটাও একই রকম। জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর বাবার দিকের পূর্বপুরুষেরা আইরিশ। আয়ারল্যান্ডে তাঁরও কৈশোরের অনেকটা সময় কেটেছে। খেলেছেন আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৭, ১৯, ২১ এমনকি জাতীয় দলের হয়েও তিনটি ম্যাচ। তবে একটা সময় এসে তিনিও মন বদলে ফেলেন এবং ইংল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। গ্যারেথ সাউথগেটের দলে আর্সেনাল মিডফিল্ডারের অভিষেক হয় ২০১৯ সালে, নেশনস লিগে। সেই থেকে তিনিও আইরিশ সমর্থকদের চোখে আরেক ‘সাপ’।

শনিবার রাতের ম্যাচে তাই এই দুই খেলোয়াড়কেই দুয়ো দিয়েছেন আইরিশ সমর্থকেরা। তবে শেষ পর্যন্ত সেই দুয়োগুলো তাঁদেরই হজম করতে হয়েছে। ম্যাচটা ইংল্যান্ড জিতেছে ২-০ গোলে।

ইংল্যান্ডের দুই গোলদাতার নাম শুনবেন? ডেকলান রাইস ও জ্যাক গ্রিলিশ!

2024-09-08

যৌথ রেকর্ড থেকে ফিঞ্চ-ম্যাক্সওয়েলের নাম হটিয়ে চূড়ায় ইংলিস

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। ব্র্যাড কারির পরপর দুই বল ছক্কা উড়িয়ে সেঞ্চুরিতে পৌঁছালেন জশ ইংলিস। বিস্ফোরক ব্যাটিংয়ে চূড়ায় পৌঁছে গেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। ফলে পেছনে পড়ে গেলেন অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েল।

শুক্রবার এডিনবরায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডের বিপক্ষে ঝড় তোলেন ইংলিস। আউট হওয়ার আগে ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। তার উত্তাল ব্যাট থেকে আসে সমান সাতটি করে চার ও ছক্কা। অজিদের ইনিংসের ১৮তম ওভারে তিন অঙ্কে পৌঁছাতে তার লাগে মাত্র ৪৩ বল।

দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড ছিল ইংলিসসহ যৌথভাবে তিন জনের। বাকি দুজন হলেন সাবেক অধিনায়ক ফিঞ্চ ও অলরাউন্ডার ম্যাক্সওয়েল। প্রত্যেকেই এই সংস্করণে জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি স্পর্শ করেছিলেন ৪৭ বলে। ফিঞ্চ ২০১৩ সালে এবং ইংলিস ও ম্যাক্সওয়েল ২০২৩ সালে পেয়েছিলেন সেই স্বাদ।

আরও একটি রেকর্ডে ভাগ বসালেন ২৯ বছর বয়সী ইংলিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বীকৃত উইকেটরক্ষকদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের পাশে বসলেন তিনি। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন ডি কক।

টস হেরে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা হয়নি ভালো। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার ট্রাভিস হেড। এরপর ক্রিজে যান ইংলিস। তিনি উইকেটে থিতু হওয়ার আগে বিদায় নেন আরেক ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্কও।

২৩ রানে ২ উইকেট পড়ার চাপ জেঁকে বসতে দেননি ইংলিস। কারিকে ব্যাকওয়ার্ড পয়েন্ট নিয়ে চার মেরে রানের খাতা খোলার পর পাওয়ার প্লের শেষ ওভারে চড়াও হন ব্র্যাড হুইলের ওপর। তার দুটি ছক্কা ও একটি চারে ওই ওভার থেকে আসে মোট ১৯ রান।

নবম ওভারে মার্ক ওয়াটের বল সীমানার বাইরে ফেলে হাফসেঞ্চুরিতে পৌঁছান ইংলিস। মাত্র ২০ বলে। ১৪তম ওভারে ক্রিস গ্রিভসের বল বিশাল ছক্কায় তিনি মাঠের বাইরে পাঠালে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। এরপর ১৮তম ওভারে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তৃতীয় অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে এই সংস্করণে একাধিক সেঞ্চুরির নজির গড়েন ইংলিস। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের। দুটি করেছেন ফিঞ্চ।

পরের ওভারেই থামে ইংলিসের তাণ্ডব। ক্রিস্টোফার সোলকে ডাউন দ্য উইকেটে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারে তিনি ক্যাচ দেন রিচি বেরিংটনের হাতে। ততক্ষণে বড় পুঁজি পাওয়া নিশ্চিত হয়ে যায় অজিদের। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান তোলে সফরকারীরা।

লক্ষ্য তাড়ায় নামা স্কটিশরা লড়াই জমাতে পারেনি মোটেও। ২০ বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১২৬ রানে। বোলারদের সম্মিলিত অবদানের মাঝে অলরাউন্ডার মার্কাস স্টয়নিস শিকার করেন ২৩ রানে ৪ উইকেট। ৭০ রানের বিশাল জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিজেদের করে নিয়েছে মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি।

2024-09-06

স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন ন্যাথান এলিস

হ্যামস্ট্রিং চোটে থেকে সেরে না ওঠায় স্কটল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার। চোট থাকা সত্ত্বেও ন্যাথান এলিসকে যুক্তরাজ্য সফরের দলে রেখেছিল অস্ট্রেলিয়া। কিন্তু এখনও সেরে উঠতে পারেননি এই পেসার। তাই স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের থেকে ছিটকে গেছেন তিনি।

লন্ডন স্পিরিটের হয়ে গত ১১ আগস্ট সবশেষ খেলেন এলিস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বিশ্রাম ও জশ হেইজেলউডের চোটে স্কটল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া পেস আক্রমণ নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল এলিসের। কিন্তু সময়মতো সেরে উঠতে না পারার ইংল্যান্ড সফরও শেষ হয়ে গেল তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার জানিয়েছে, শিগগিরই দেশে ফিরে যাবেন এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে ২৮ এবং ৮ ওয়ানডেতে ১০ উইকেট নেওয়া এলিস। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি, খেলেছিলেন তিনটি ম্যাচ।

স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জেতা প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করা রাইলি মেরেডিথকে কাভার হিসেবে রাখছে অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর ইংলিশদের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

2024-09-07